ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ২

বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ০৯:০৪ পিএম


loading/img

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানায় অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

আজ (বুধবার) বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর সিপিসি-২ অধিনায়ক লেঃ কমান্ডার আশেকুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, কারখানায় অভিযান চালিয়ে ২২টি দেশীয় অস্ত্র, ২২ রাউন্ড গুলি ও ৩৩টি অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আশেকুর রহমান জানান, কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র তৈরি করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

এসময় একটি অস্ত্রের কারখানার সন্ধান পেলে অস্ত্রের কারিগররা পালিয়ে যেতে চেষ্টা করে। তবে র‌্যাব ধাওয়া করে আবু মাবুদ ও আবু তাহের নামে ২ জনকে আটক করা হয়।

জেএইচ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |